শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাবাখে মুহুর্মুহু মর্টার, রকের্ট হামলা: কয়েকটি গ্রাম দখলের দাবি করলো বাকু

সিরাজুল ইসলাম: [২] প্রতিবেশী দুই দেশ- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রোববার অষ্টম দিনের মতো সংঘর্ষ হয়। এদিন কারাবাখ অঞ্চলের প্রধান শহর খানকেন্ডিতে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

[৩] আজারবাইজান বলেছে, আর্মেনিয় সেনাবাহিনীর হামলার পর তারা খানকেন্ডি শহরে পাল্টা হামলা চালিয়েছে। তিন লাখ ৩০ হাজার অধিবাসীর গানজা শহরে রকেট হামলা ও গোলাবর্ষণ করেছে আর্মেনিয়ার। শহরের বেশ কয়েকটি বেসামরিক এলাকায়ও হামলা হয়। শহরটি কারাবাখ থেকে অনেক দূরে এবং আর্মেনিয়া সীমান্তের কাছে। এটি আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর।

[৪] আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভ একদিন আগে ঘোষণা করেছিলেন, তার সামরিক বাহিনী কারাবাখ অঞ্চলের সাতটি গ্রাম দখলে নিয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বক্তব্য সমর্থন করে বলেছে, তাদের সামরিক বাহিনী আরও বেশ কিছু নতুন এলাকা দখল করেছে।

[৫] আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েরেভান (আর্মেনিয়ার রাজধানী) সমর্থিত সেনারা কারাবাখ অঞ্চলে আজারবাইজানের একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে। ওই হামলা প্রতিহত করার সময় দুপক্ষে ভয়াবহ সংঘর্ষ হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।

[৬] আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কারাবাখে আজারবাইজানের হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তারা। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, তারা বিজয় ছাড়া অন্য কিছু ভাবছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়