শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের সমালোচনা করলেই অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পাবে না, এমনটি নয়: তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] সরকারের সমালোচনা করা অপরাধ নয় জানিয়ে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন. অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সঙ্গে সরকারের সমালোচনার কোনও সম্পর্ক নেই।

[৩] রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র নির্মাতা-গবেষক-প্রশিক্ষকদের সঙ্গে সভা শেষে ব্রিফিংকালে এসব বলেন মন্ত্রী। এসময় বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরির জন্য স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

[৪] তিনি বলেন, ২০০৯ সাল থেকে অনেক অনলাইন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। সরকারের বিরুদ্ধে আলোচনা-সমালোচনা থাকবেই, সরকারের সমালোচনা করলে নিবন্ধন পাবে না, এটা নয়। দায়িত্বে থাকলে সমালোচনা হবে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা অপরাধ নয়। অনলাইন নিবন্ধন দেয়ার ক্ষেত্রে তিনটি সংস্থা যাচাই-বাছাই করছে। তিনটি সংস্থা থেকে যখন অনাপত্তি পাচ্ছি শুধু নিবন্ধনের জন্য ছাড়পত্র দিচ্ছি।

[৫] বিএনপি অফিসের সামনে জিয়াউর রহমানের অপকর্ম ঢাকার জন্যই মানববন্ধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, সেগুলো এখন দিবালোকের মত স্পষ্ট হয়ে যাচ্ছে।

[৬] আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, করোনার মধ্যে প্রথম আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার হয়েছে। সংগঠনকে গতিশীল করার জন্য এবং যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য এবং যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি সেখানে সম্মেলন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৭] হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ প্রায় ১২ বছর ধরে ক্ষমতায়, বাংলাদেশে বহু সুযোগ সন্ধানী থাকে, অনেক সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে, কেউ কেউ সফলও হয়েছে, সেগুলো বাছাই করে বিভিন্ন পর্যায়ে কমিটি থেকে তাদেরকে বের করে দেয়া হবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, শনিবারও এই বিষয়গুলো আলোচিত হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়