শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের আজ্ঞাবহ দাস না হয়ে পুলিশ জনতা এক কাতারে এলে অন্যায় দূর হবে: ছাত্র ইউনিয়ন

সমীরণ রায় : [২] বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ধর্ষণ একটি স্বাভাবিক ঘটনা। সেই দেশের পুলিশের কাছ থেকে নিপীড়ন ছাড়া অন্য কোনো কিছু আশা করাটাই দিবাস্বপ্ন।

[৩] তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির এই দেশে নারীদের ওপর সহিংসতা নতুন নয়। অধিকাংশ মামলাই বিচারহীনতার কারণে ধর্ষকরা শাস্তির পরিবর্তে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। একের পর এক ধর্ষণ ও খুনের বিচারের দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক ব্যর্থতা অপরাধীরা এমন নৃশংস ঘটনা ঘটাতে ভয় পাচ্ছে না। ফলে নারী নিপীড়ন, ধর্ষণ বেড়েই চলছে। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।

[৪] সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ, নিপীড়ন এবং ছাত্র নেতাদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্র ইউনিয়নের মিছিলটি সচিবালয়ের সামনে গেলে পুলিশ আটকে দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

[৬] এতে ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনিক রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশা প্রমুখ। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়