শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় চীনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সন্তোষ

বাশার নূরু : [২]করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে চীনের অব্যাহত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

[৩] রোববার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় চীনা প্রেসিডেন্ট ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

[৪] চীনা প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দুই দেশের জনগণ হাজার বছর আগে যোগাযোগ স্থাপন করেছিলেন। যার মধ্য দিয়ে দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল।

[৫] তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘নয়া চীন যেমন দেখেছি’ বই দু’টির কথা স্মরণ করেন। বইয়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

[৬] বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি চলাকালে বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। আগামী দিনগুলিতে বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

[৭] ৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়