শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় মানব পাচারের শিকার আহত ৯ জন দেশে ফিরলেন

সুজন কৈরী : [২] সিআইডি’র সহায়তায় গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীরা দেশে ফিরেছেন। এরপর সিআইডির মানব পাচার ইউনিট তাদের জিজ্ঞাসাবাদ করছে। এরা হলেন ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তরিকুল ইসলাম, বকুল হোসেন, মো. আলী, সোহাগ আহমেদ ও সাইদুল ইসলাম। তবে আহতের মধ্যে বাপ্পীদত্ত, সম্রাট খালাসী, সাজিদ, ওই ফ্লাইটে দেশে আসেন নি।

[৩] গত ২৯মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের বর্বরোচিত হত্যাকান্ডে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। এ ঘটনায় মোট ২৬টি মামলা দায়ের করা হয়। সিআইডি ১৫টি মামলা স্ব-উদ্যোগে গ্রহণ এবং মামলার তদন্তে ইতোমধ্যে আসামি গ্রেপ্তারসহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। এছাড়া বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই ‘রেড নোটিশ’ জারির উদ্যোগ নেয়া হয়েছে।

[৪] সংস্থাটি আরও জানায়, মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থলের বর্ণনা, ঘটনার সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহনের জন্যে ভিকটিমদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। অচিরেই ভিকটিমদের আদালতে জবানবন্দি দেয়ার জন্য উপস্থাপন করা হবে।

[৫] উল্লেখ্য, লিবিয়ার ঘটনায় সিআইডি বাদি হয়ে রাজধানীর পল্টন ও বনানী থানায় ৩টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় সিআইডির তদন্তাধীন ১৫টি মামলায় এখন পর্যন্ত ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়