শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ট্রাম্প কি নিজের আক্রান্ত হওয়ার বিষয়েও খামখেয়ালি করলেন?

শওগাত আলী সাগর: ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি প্রকাশ পেয়েছে শুক্রবার। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি সত্যি সত্যি কবে থেকে করোনায় আক্রান্ত? সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে ‘প্রেসিডেন্টের মৃদু উপসর্গ’ আছে এবং ‘সতর্কতা হিসেবে’ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের কোভিড টেষ্ট হয়েছে কবে? তার শরীরে উপসর্গ দেখা দিয়েছে কবে থেকে?

প্রেসিডেন্ট ট্রাম্পের শারিরীক অবস্থা আসলে কেমন?-এ নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনি তিনি আসলে ঠিক কবে কোভিড পজিটিভ হয়েছেন তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ‘শুক্রবার ঘোষনা করার আরো আগেই ডোনাল্ড ট্রাম্প কোভিড পজিটিভ ছিলেন এবং তিনি নিজেও সেটি জানতেন’- এমন তথ্য ট্রাম্পের চিকিৎসা টিমের সদস্যদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে বলে মার্কিন মিডিয়া ধারনা দিচ্ছে। শনিবার সকালে ’ডায়গনসিসের মাত্র ৭২ ঘন্টার মধ্যে আমরা আছি’- ট্রাম্পের চিকিৎসক শন পি কোনলির এমন মন্তব্যকে বিবেচনায় নিয়ে অনেকেই মনে করছেন ট্রাম্প আসলে বুধবার বা তার আগেই পজিটিভ হয়েছেন। অন্তত বুধবারই তিনি নিশ্চিত হয়েছিলেন- কোভিড পজিটিভ হওয়ার ব্যাপারে। বুধ, বৃহস্পতি পার করে শুক্রবার তার পজিটিভ হওয়ার তথ্যটি প্রকাশ করা হয়েছে।

কোভিড নিয়ে ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই খামখেয়ালিপনা করে গেছেন। নিজে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়েও কি তিনি তাই করেছেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়