শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ছে কোভিড আক্রান্তদের মানসিক সমস্যা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি দেশেও তৈরি করা হয়েছে গাইডলাইন

ডেস্ক রির্পেোট :  [২]  কোভিডে আক্রান্ত রোগীরা শারীরিক বিভিন্ন জটিলতার পাশাপাশি মানসিকভাবেও আক্রান্ত হচ্ছে। আবার অনেকে আতঙ্ক থেকেও মানসিক অসুস্থতায় ভুগছে। শুরু থেকে এমনটাই বারবার দাবি করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[৩] জানা গেছে , করোনাজয়ীদের অনেকে শারীরিক অন্যান্য সমস্যা নিয়ে যেমন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, মানসিক সমস্যা নিয়েও হচ্ছে। আবার করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিভিন্ন আচরণে মানসিক অসুস্থতার প্রকাশ ঘটছে। সম্প্রতি রাজধানীর একাধিক হাসপাতালে এ ধরনের রোগীর নেতিবাচক আচরণের শিকার হয়েছেন একাধিক চিকিৎসক ও নার্স। এই কারণে হাসপাতালে চিকিৎসাকর্মীরা খুব সতর্ক থাকছেন। কর্তৃপক্ষও দায়িত্ব পালনকারী চিকিৎসাকর্মীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। বিষয়টি নিয়ে সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায়ও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

[৪] এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি বাংলাদেশেও করোনাজনিত মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাইডলাইন তৈরি করা হয়েছে।

[৫] এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনাজনিত মানসিক সমস্যা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। সে অনুসারে বেশকিছু পরামর্শও দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত আরো কাজ চলছে। এ ছাড়া করোনা মোকাবিলায় মানসিক স্বাস্থ্যবিষয়ক আলাদা একটি কমিটিও করা হয়েছে। ওই কমিটিতে দেশের বিশিষ্ট মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন।’

[৬] করোনা রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের হাসপাতালে দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন করোনা রোগী দায়িত্বরত চিকিৎসককে আক্রমণ করেন, আরেকজন রোগী আক্রমণ করেন একজন নার্সকে। ফলে ওই রোগীদের মানসিক চিকিৎসাও দেওয়া হচ্ছে।’

[৭] এছাড়া নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, মাঝে মাঝেই কোনো কোনো করোনা রোগীর মধ্যে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ওষুধ দেওয়ার পরও কারও কারও ঘুম হয় না। কেউ ওষুধ খেতে চান না, আবার কেউ একবার ওষুধ খেয়ে কিছুক্ষণ পরই ভুলে যান।

[৮] এদিকে মানসিক সমস্যা পর্যবেক্ষণকারী একজন চিকিৎসক বলেন, করোনাজনিত বিভিন্ন মানসিক সমস্যার উপসর্গ দেখেছি। সরকারের পক্ষ থেকে যে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এগুলো অনুসরণ করলে অনেক সুরক্ষা মিলবে। সূত্র: সময় টিভি, কালের কণ্ঠ, সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়