শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের তৈরী ৭০ শতাংশ কেএন৯৫ মাস্ক সুরক্ষার মার্কিন মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে

এ বি এম কামরুল হাসান: [২] 'ইসিআরআই' নামে একটি স্বাধীন, অলাভজনক, রোগী সুরক্ষার বৃহত্তম মার্কিন সংস্থা গত সপ্তাহে এ বিশ্লেষণ প্রকাশ করেছে। রিপোর্টটি একটি বিখ্যাত মেডিকেল জার্নাল 'মেডিস্কেপ'-এ ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।

[৩] প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬০ থেকে ৭০ শতাংশ কেএন৯৫ মাস্কের কার্যক্ষমতা 'উল্লেখযোগ্যভাবে নিন্মমানের'। চীন থেকে আমদানিকৃত এসব মাস্ক চীন থেকে প্রত্যায়িত। তবে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (NIOSH) দ্বারা প্রত্যয়িত হয়নি। মাস্কগুলো শতকরা ৯৫ শতাংশ জীবাণুর সুরক্ষা করেনি, যা তাদের নামের প্রস্তাব থেকে বিপরীতে। এসব মাস্ক কোভিড-১৯ বিস্তারের বিরুদ্ধে নিরাপদ এবং কার্যকর নয়। রোগীদের এবং প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মীদের সংক্রমণের ঝুঁকিতে ফেলেছে।

[৪] সংস্থাটি পরামর্শ দিয়েছে যে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করার সময় মার্কিন নিয়ন্ত্রক মান পূরণ না করা কেএন৯৫ এবং NIOSH দ্বারা প্রত্যয়িত নয়, এমন মাস্কগুলো কেবলমাত্র 'শেষ অবলম্বন' হিসাবে ব্যবহার করা উচিত। মাস্কগুলো এখনও সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের চেয়ে বেশি সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট ক্লিনিকাল সেটিংসে সেগুলো ব্যবহার করা যেতে পারে।

[৫] মার্কিন হাসপাতালগুলি গত ছয় মাসে চীনে উৎপাদিত কয়েক লক্ষ কেএন৯৫ মাস্ক কিনেছে । বৃহত্তম স্বাস্থ্য ব্যবস্থার দ্বারা কেনা ১৫টি বিভিন্ন প্রস্তুতকারকের প্রায় দু'শ মাস্ক তারা পরীক্ষা করে উচ্চ অগ্রাধিকারের এই বিপত্তি সতর্কতা জারি করেছে। সংস্থার স্বতন্ত্র মেডিকেল ডিভাইস ল্যাবরেটরিতে গুণগতমানে প্রতিশ্রুতিবদ্ধ গবেষকরা কঠোর পণ্য পরীক্ষার মানদণ্ড অনুসারে এ পরীক্ষাটি করেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়