শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া খেতে পারছেন না: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] গত ২৫ সেপ্টেম্বর সরকারের নির্বাহী আদেশে দ্বিতীয় বারের মত আরও ৬ মাস মুক্তির মেয়াদ বৃদ্ধির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার বাসায় চিকিৎসা নিচ্ছেন।

[৩] এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ছিলেন তেমনই আছেন। শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং খেতেও পারছেন না।

[৪] তিনি বলেন, ডাক্তার সাহেবরা যেটা বলেছেন সেটা শুনেছেন আপনারা। তাতে খুব একটা ইম্প্রুভমেন্ট হয়নি। উপরন্তু তার বড় যেটা সমস্যা হয়ে গেছে তিনি খেতেও পারছেন না এখন।

[৫] বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত যে শর্ত আছে, সেই শর্তে তো যাওয়ার কোনো বিষয় নাই। এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু বলেননি, তার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

[৬] পূর্ব শর্তেই কারামুক্তির কারণে তিনি দেশের বাইরে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না বলে তার দল বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে এ ব্যাপারে তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

[৭] বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকশনের বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই যে, তিনি তার ডেমোক্রেটিক জেসচার একজন ডেমোক্রেটিক লিডারের প্রতি, ফরমার প্রাইম মিনিস্টারের প্রতি দেখিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়