মহসীন কবির : [২] টিকিটের জন্য শনিবারও বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স কাউন্টারে ভিড় করেছেন প্রবাসীরা। ৩ অক্টোবর টিকিটের জন্য টোকেনধারীরা রাত থেকে অপেক্ষা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অফিসের সামনে। ডিবিসি ও সময় টিভি
[৩] কুমিল্লা, পাবনা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকিট সংগ্রহ করতে এসেছেন প্রবাসীরা৷ তবে যাদের আকামা-ভিসার মেয়াদ বেড়ে এক সপ্তাহ বা স্বল্প সময় রয়েছে তারা এখনও টোকেনই পান নি৷ কেউ কেউ অভিযোগ করছেন ২৬ ও ২৭শে মার্চ যাদের ফিরতি ফ্লাইট ছিল তাদের তেসরা অক্টোবর আসার কথা বলা হলেও টোকেন সংগ্রহের কথা জানানো হয় নি৷
[৪] এদিকে, সৌদিয়া এয়ারলাইন্স ডি এবং ই সিরিয়ালের ৩০০ জনকে টোকেন দেয়া হচ্ছে। এছাড়া আগের সিরিয়াল নিয়েও যারা টোকেন নিতে পারেননি তাদেরকেও আজ দেয়া হচ্ছে টোকেন। ভিসা ও ইমাকার মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। অনেকে দীর্ঘ অপেক্ষার পর এইচ সিলিয়ালের টোকেন পেলেও ভিসার মেয়াদ না থাকায় টিকিট পাচ্ছেন না সৌদি প্রবাসীরা।
[৫] করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ঢাকা থেকে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স সপ্তাহে ১০টি করে মোট ২০টি ফ্লাইট পরিচালনা করছে সৌদি আরবে।