শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে বোরহানউদ্দিনে এলজিইডির সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন

মনিরুজ্জামান: [২] "মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার" এ শ্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে এলজিইডির সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়ে। শুক্রবার সকালে উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ১৮০ কিঃ মি. রাস্তার কাজ উদ্বোধন করেন।

[৩] উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম চলতি অক্টোবর মাসকে মুজিব বর্ষ উপলক্ষে " সড়ক রক্ষণাবেক্ষণ মাস "হিসেবে ঘোষণা করেন। উক্ত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

[৪] এ কাজে এলজিইডি,সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ অতি দরিদ্র ও কোভিড-১৯ এ সৃষ্ট বেকারত্ব নিরসণের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের শ্রমঘন কাজে স্থানীয় ভাবে শ্রমিক নিয়োগ করে বছর ব্যাপী সড়ক সংস্কার কর্মসূচিতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৫] এসব কর্মসূচি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক এবং সড়ক অবকাঠামোর ক্ষয়-ক্ষতির হার কমে আসবে। সড়কের স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে। গ্রামীণ যানবাহন চলাচল নিরাপদ হবে।এছাড়াও সড়ক রক্ষণাবেক্ষণে বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত হবে।

[৬] মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচির আওতায় শুক্রবার সকালে তালুকদারহাট থেকে মজমবাজার রাস্তার অফ পেমেন্ট মেরামত কাজ উদ্বোধন করেন এ কর্মকর্তা। তিনি আরও জানান, বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নে ২০ কিঃ মিঃ করে সর্বমোট ১৮০ কিঃ মিঃ রাস্তা এ কর্মসূচির আওতায় রক্ষনাবেক্ষণ ও সংস্কার করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়