শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওস্তাদ বারীণ মজুমদারের মৃত্যুর পর ১৯ বছরেও তার বাড়ি দখলমুক্ত করা যায়নি

দেবদুলাল মুন্না:[২] শনিবার (৩ অক্টোবর)  দেশের প্রথম সংগীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওস্তাদ বারীণ মজুমদারের দশম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন শাস্ত্রীয়সংগীত অগ্রণী ব্যক্তিত্ব। ২০০১ সালে তিনি মারা যাওয়ার পর তার বড় ছেলে পার্থ সারথী মজুমদার পাবনায় গিয়ে জানতে পারেন, তাদের বাবা’র বাড়ি দখল হয়ে গেছে। এরপর মামলা করলে বিচারাধীন রয়েছে। দখলমুক্ত হয়নি।

[৩] পাবনা জেলা শহরের রাধানগর মহল্লার মজুমদার পাড়ায় রয়েছে এ বাড়িটি। পার্থ সারথী মজুমদার জানান, দখলদারেরা নিজেদের পক্ষে কিছু কাগজপত্রও দেখান। কিন্তু কাগজগুলো সঠিক মনে না হওয়ায় ২০১৩ সালে তাঁরা দুই ভাই মামলা করেন। ২০১৬ সালে আদালত তাঁদের পক্ষে রায় দেন। কিন্তু এতেও দখলদারেরা দখল ছাড়েননি।

[৪[ বারীণ মজুমদারের ছোট ছেলে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার বলেন, বারীণ মজুমদার শুধু আমাদের বাবাই ছিলেন না, তিনি এই রাষ্ট্রের সম্মান। তাই তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা বাড়িটি উদ্ধারের দাবি জানাই।

[৫] বারীণ মজুমদার ১৯১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত মজুমদার জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভীষ্মদেব চট্টোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী, ওস্তাদ ফৈয়াজ খাঁ, পণ্ডিত শ্রীকৃষ্ণ রতনজনকারের মতো সংগীত গুণীদের কাছে রাগসংগীতের তালিম নিয়েছিলেন।

[৬] তিনি একুশে পদক, স্বাধীনতা পদক, জনকণ্ঠ গুণীজন সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়