শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে সক্ষম বাংলাদেশের ভ্যাকসিন : বায়োআর্কাইভ

শিমুল মাহমুদ: [২] যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল বায়োআর্কাইভে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

[৩] গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক ‘ব্যানকোভিড’ (ডি৬১৪ জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক) ভ্যাকসিনটি তৈরি করেছে। প্রাণীদেহে ভ্যাকসিনটির ট্রায়াল সফল হয়েছে।

[৪] বৃহস্পতিবার গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে হিউম্যান ট্রায়ালের জন্য শিগগিরই আবেদন করা হবে।

[৫] যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. খোন্দকার মেহিদী আকরাম বলেন, ব্যানকোভিড ভ্যাকসিনটি করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের বিপরীতে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করেছে এবং লাবরেটরিতে উৎপাদিত সিউডো-করোনাভাইসকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে। ভ্যাকসিনটি ইঁদুরের শরীরে টি-সেল রেসপন্সও ঘটিয়েছে; যা বেশ ভালো দিক।

[৬] তিনি বলেন, ৪ বছরের আগে কোনও ভ্যাকসিন এর আগে বাজারে আনা সম্ভব হয়নি। এবার কোভিড ভ্যাকসিন দ্রুত তৈরি করা হয়েছে। যে ভ্যাকসিনটা শতভাগ নিরাপদ, সেটাই শুধু অনুমোদন পাবে।

[৭] ড. খোন্দকার মেহেদী বলেন, ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয় মানবদেহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ট্রায়ালে। প্রথম ও দ্বিতীয় ধাপ সাধারণত টিকার নিরাপত্তার মাত্রা পরীক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রায়াল হচ্ছে তৃতীয় ধাপের ট্রায়াল। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়