শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর প্রদেশে ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো তরুণীর গ্রামে যাওয়ার সময় রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে আটক, পরে মুক্ত

আসিফুজ্জামান পৃথিল: [২] আটক হওয়ার পর কংগ্রেস নেতা তাৎক্ষণিকভাবে জানতে চান, কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো। এই প্রশ্নের অবশ্য জবাব দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় মাটিতে পড়েই যান রাহুল। পরে জানানো হয় কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ ও ১৪৪ ধারা ভাঙার কারণেই রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভি

[৩] হাথরসে দলিত মেয়েটির বাড়ি যেতে না দিয়ে তাকে মাঝপথ থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
আনন্দবাজার জানায়, ধস্তাধস্তির পর রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একটি সাদা রঙের গাড়িতে তুলে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। দ্য হিন্দু

[৪] আগে থেকেই রাহুল-প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন হাথরসে যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী আদিত্যনাথ সরকার। কনভয় দিল্লির পাশে গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। শুরু হয় ধস্তাধস্তি। রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে একটি গেস্টহাউজে নিয়ে যাওয়া হয়। পরে রাতে তাদের নিরাপত্তা দিয়ে দিল্লিতে পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

[৫] গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে দলিত মহিলার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পরেছে। ফের জীবন্ত হয়ে উঠেছে ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া দলবদ্ধ ধর্ষণ কাণ্ডের স্মৃতি। ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় হাথরসের ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার কলকাতাতেও একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়