শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাট গোয়েন্দার অভিযানে তিন রেস্টুরেন্টের ১৫ কোটি টাকার গোপন বিক্রির তথ্য উদঘাটন

সুজন কৈরী : [২] রাজধানীর অভিজাত এলাকার দি গ্রেট কাবাব ফ্যাক্টরির তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৪ কোটি ৮১ লাখ টাকার গোপন বিক্রির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ। এসআর গ্রুপের এই প্রতিষ্ঠানটি এতে ভ্যাট ফাঁকি দিয়েছে ২ কোটি ৯১ কোটি টাকা।

[৩] ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সংস্থার একটি দল গত ১৪ সেপ্টেম্বর নিকুঞ্জ ১ এর ৪৬ লেকড্রাইভের বাড়িতে অভিযান চালায়। এ সময় এসআর গ্রুপের অধীন রাজধানীর গুলশান ২, যমুনা ফিউচার পার্ক ও ধানমন্ডিতে অবস্থিত দি গ্রেট কাবাব ফ্যাক্টরির তিনটি রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসার গোপন দলিলাদি জব্দ করে।

[৪] এর আগে ঢাকা-রংপুর হাইওয়েতে ফুড ভিলেজ ও ফুড ভিলেজ প্লাসের ২০০ কোটি টাকার গোপন লেনদেনের হিসাব উদ্ধার করে ভ্যাট গোয়েন্দা। এ ঘটনায় ইতোমধ্যে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৫] ভ্যাট গোয়েন্দা, অনুসন্ধান ও অডিট বিভাগের ডিজি ড. মইনুল খান বলেন, সংস্থার গোয়েন্দা দলের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, নিকুঞ্জ-১ এর ৪৬ লেক রোডে অবস্থিত এসআর গ্রুপের কম্পিউটার থেকে জব্দকৃত ওই তিন রেস্টুরেন্টের প্রকৃত সেবা মূল্য পাওয়া যায় ২০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ২৩৭ টাকা। কিন্তু তাদের দাখিলপত্রে প্রদর্শিত মোট বিক্রয়মূল্য ৫ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ২ টাকা।

[৬] ফাঁকিকৃত বিক্রয়মূল্যের পরিমাণ ১৪ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ২৩৫ টাকা। এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, তাদের দাখিলপত্রে পরিশোধিত মোট মূসক ৭৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা। মোট ফাঁকিকৃত মূসক ২ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৯৪৩ টাকা। ভ্যাট আইন অনুযায়ী সময়মতো সরকারি কোষাগারে জমা না দেয়ায় মাসিক ২ শতাংশ হারে মোট আরোপিত সুদ ৮০ লাখ ২৯ হাজার ৩৬৯ টাকা। অনুসন্ধানে মোট মূসক ও সুদের পরিমাণ দাড়িয়েছে ২ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৩১১ টাকা।

[৭] প্রতিষ্ঠানভিত্তিক হিসাব অনুযায়ী, গুলশান নর্থ সি/এ এর সামসুদ্দিন ম্যানশনে অবস্থিত দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ২০১৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত দাখিলপত্রে প্রদর্শিত বিক্রয় মূল্য ২ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৯৯৩ টাকা ও দাখিল পত্রের মাধ্যমে পরিশোধিত মূসক ৩০ লাখ ৮৪ হাজার ৫৩৮ টাকা। জব্দকৃত কাগজপত্র অনুযায়ী প্রকৃত বিক্রয় মূল্য পাওয়া যায়া ৯ কোটি ২ লাখ ৯৮ হাজার ৪৬৫ টাকা। এতে পরিহারকৃত মূসক বের হয়েছে ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৮৫ টাকা এবং মাসিক ২ শতাংশ হারে সুদ ৩৪ লাখ ৫৩ হাজার ৫৮৪ টাকা। মূসক ও সুদসহ পরিহারকৃত রাজস্ব ১ কোটি ৪০ লাখ ৫ হাজার ৩৬৮ টাকা।

[৮] যমুনা ফিউচার পার্কে অবস্থিত দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দাখিলপত্রে প্রদর্শিত বিক্রয় মূল্য ২ কোটি ৭০ লাখ ৮২ হাজার ১১৯ টাকা ও দাখিল পত্রে পরিশোধিত মূসক ৩৬ লাখ ২০ হাজার ৯৫৭ টাকা। তবে জব্দকৃত তথ্যমতে, এই শাখার প্রকৃত বিক্রয় মূল্য ১০ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৪৪৫ টাকা। এতে দেখা যায় পরিহারকৃত মূসক ৯৬ লাখ ৯৫ হাজার ৫৭৯ টাকা এবং মাসিক ২ শতাংশ হারে সুদ ৪৫ লাখ ৯ হাজার ১০৭ টাকা। যমুনা ফিউচার পার্কের এই রেস্টুরেন্টে মূসক ও সুদসহ পরিহারকৃত রাজস্ব ১ কোটি ৪২ লাখ ৪ হাজার ৬৮৬ টাকা। ধনমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত দি গ্রেট কাবাব ফ্যাক্টরির তৃতীয় শাখা গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের আগষ্ট পর্যন্ত দাখিলপত্রে প্রদর্শিত বিক্রয় মূল্য ৬৭ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা ও দাখিলপত্রের মাধ্যমে পরিশোধিত মূসক ৮ লাখ ৭৯ হাজার ৭৬৮ টাকা। তবে উদ্ধার করা তথ্যে ভ্যাট গোয়েন্দার দল জানতে পারে, প্রকৃত বিক্রয় মূল্য ১ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৩২৭ টাকা। এতে পরিহারকৃত মূসক পরিমাণ ৮ লাখ ৭ হাজার ৫৭৯ টাকা এবং সুদ ৬৬ হাজার ৬৭৮ টাকা। ধানমন্ডির শাখায় মূসক ও সুদসহ পরিহারকৃত রাজস্বের পরিমাণ ৮ লাখ ৭৪ হাজার ২৫৭ টাকা। এর আগেও ধানমন্ডির শাখায় একটি ভ্যাট ফাঁকির মামলা দায়ের করা হয়েছিল।

[৯] ড. মইনুল খান জানান, এসআর গ্রুপের এই তিনটি রেস্টুরেন্টের ১৪ কোটি ৮২ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন গোপন এবং ২ কোটি ৯১ লাখ টাকার ভ্যাট ফাঁকির দায়ে এসআর গ্রুপের ওই তিনটি রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট আইনে পৃথকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়