শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনের বেলায় কাউকে ছাড় দেয়া হবে না: এসপি জায়েদুল আলম

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নিতাইগঞ্জে গাড়ি রাখা নিয়ে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না। সিস্টেম যদি না থাকে তাহলে কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না। এখন থেকে এক লাইনের বেশি কেউ গাড়ি রাখবে না। হাসপাতাল, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসের সামনে কোনো গাড়ি রাখা যাবে না। এই এক লাইনে গাড়ি রাখা নিয়ে কেউ চাঁদাবাজি করবে তা হতে দিবো না।

[৩] এ বিষয়ে আমার আইন প্রয়োগ হবে কঠোর। আমি আইনের বেলায় কোনো ছাড় দেই না, এইটা আমার ব্যাকারণে নেই। আপনারা সিদ্ধান্ত নেবেন কালকে থেকে এই নিয়মে চলবেন। আমি চাইবো এখন থেকে নিতাইগঞ্জের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আপনারা সবাই যদি চান তাহলে এইটা সম্ভব। বৃহস্পতিবার শহরের নিতাইগঞ্জে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

[৪] নিতাইগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিতাইগঞ্জ আজকে থেকে যানজটমুক্ত হল। ব্যবস্থাপনার অভাবে কখনো এক লেনে, কখনো দুই লেনে, কখনো তিন লেনে গাড়ি থাকে। এর জন্য আমি ব্যবসায়ী, শ্রমিকদের দোষারোপ করবো না। যেখানে সিস্টেম না থাকে সেখানে কোনো কিছুতেই কাজ হয় না। আমরা একটা ব্যবস্থাপনায় আসতে চাই। যদি ব্যবস্থাপক ব্যর্থ হয় তাহলে আমরা ব্যবস্থাপক পরিবর্তন করবো।

[৫] আটা-ময়দা মিল সমিতির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়