শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় মানুষদের ফাঁসানো প্রতারক চক্রের নারীসহ ৪ সদস্য আটক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ০৩ জন মহিলাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭।

[৩] বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া বারোটায় (০০১৫) গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযানে মহিলাসহ ৪ জনকে আটককৃত আসামিরা হচ্ছেন- ১) শাকিলা আক্তার (৩১), ২) কাউছার পারভীন শেপু (২৯), ৩) ফারজানা আক্তার বেনু সর্বপিতা- ফয়েজুল ইসলাম, সাং- গোমদণ্ডী ফুলতল জমাদার বাড়ি, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম এবং তাদের ভগ্নিপতি ৪) মো. সানি, পিতা- জাহাঙ্গীর আলম, চাকতাই, বাকলিয়া, চট্টগ্রাম মহানগরী। র‌্যাব-৭

[৪] অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, আসামীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মানুষজনকে বিভিন্ন ফাঁদে ফেলে বাসায় নিয়ে নগ্ন করে ছবি তুলে এবং ভিডিও ধারন করে তা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে।

[৫] তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে এমন একজন ভুক্তভোগী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ জানালে র‌্যাব-৭ তদন্তের এক পর্যায়ে চক্রটির সন্ধান পায়। এবং একটি আভিযানিক দল অভিযান চালিয়ে চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় তাদের কাছ থেকে প্রতারণা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ০৩জন নারী আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

[৬] র‌্যাব-৭ সহকারি পরিচালক (মিডিয়া), সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন বলেন, এই চক্রের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্নভাবে মানুষজনকে বাসায় ডেকে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নেওয়ার কথা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়