শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তোমার ভালোবাসা পেলেও বার্সায় শান্তির জীবন আশা করছি না, মেসিকে কোচ

স্পোর্টস ডেস্ক : [২] মতানৈক্য ভুলে বার্সেলোনার সবাইকে একত্রিত হওয়ার আহ্বান করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সরাসরি না বললেও কোচ রোনাল্ড কোমানের উপর আস্থা যে রাখছেন তা স্পষ্ট। কিন্তু তারপরও বার্সেলোনায় শান্ত জীবন আশা করছেন না কোমান। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা জটিলতার প্রেক্ষিতেই এমনটা বলেছেন এ ডাচ কোচ।

[৩] বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই চাপে রয়েছেন কোমান। মেসিসহ অনেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে শুরু থেকেই দ্বন্দ্ব সৃষ্টি হয়। ক্লাব সভাপতি জোসেপ মারিয়ার সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণেও তাকে ভুক্তভোগী হতে হয়। কারণ খেলোয়াড়দের পছন্দ না হলেও কোমানকে কোচ হিসেবে আনা হয়। তার উপর লুইস সুয়ারেজদের মতো সিনিয়র খেলোয়াড়দের প্রাপ্য সম্মান না দিয়ে বিদায় দেওয়াটাও পছন্দ হয়নি অনেকের। - মার্কা

[৪] সবমিলিয়ে তাই বার্সেলোনায় শান্তিময় জীবন আশা করছেন না কোমান,মেসির ভালোবাসা ও ইতিবাচক মন্তব্যের পরও আমি জানি না বার্সেলোনায় শান্তিময় জীবন পাব কি-না। আমার মনে হয় না। সবসময়ই কিছু থাকবে। তবে এটা খুব ইতিবাচক ব্যাপার যে অধিনায়ক ঐক্যের ডাক দিয়েছেন। আশা করছি এখানকার পরিবেশ আরও শান্ত হবে।

[৫] তবে বার্সেলোনায় মেসিকে খুশি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানান কোমান, এমন একটি সিস্টেমের সাথে খেলানো গুরুত্বপূর্ণ যেখানে খেলোয়াড়েরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা অনুশীলনে এটা নিয়ে কাজ করব, যেখানে সেও জিততে চায়। মেসিকে খুশি রাখার উপায় ম্যাচ জেতা। ডেইলি স্টার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়