শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার রামুতে ভূয়া গোয়েন্দা আটক!

হাবিবুর রহমান: [২] কক্সবাজারের রামুতে ডিজিএফআইয়ের সোর্স পরিচয় দিয়ে লোকজনকে হয়রানি ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিকালে এক যুবককে আটক করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার ওই যুবককে অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ডপ্রাপ্ত রাসেল খন্দকার (৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার রুপপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত খন্দকার মশরফ হোসেনের ছেলে।

[৩] জানা গেছে, অর্থদন্ডপ্রাপ্ত রাসেল খন্দকার উখিয়া-টেকনাফ এলাকায় একটি বেকারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরর্ত ছিলেন। এ সুযোগে উখিয়া-টেকনাফের প্রত্যন্ত এলাকায় নিজেকে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। সম্প্রতি রামু উপজেলায়ও তিনি নিজেকে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সোর্স পরিচয় দিয়ে লোকজনকে হয়রানি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন।

[৪] রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার স’মিল মালিক সাহাব উদ্দিন জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় অভিযুক্ত রাসেল খন্দকার তার প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ডিজিএফআই এর সোর্স দাবি করে। এক পর্যায়ে সে স’মিলটি অবৈধ উল্লেখ করে ১০ হাজার টাকা দাবি করে।

[৫] এসময় সেখানে উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি উল্টো তাদের হুমকি-ধমকি দেন। এক পর্যায়ে তার সাথে উপস্থিত লোকজনের হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারসহ জনতা তাকে আটক করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এসময় রাসেল খন্দকার নিজের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি।

[৬] দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, অর্থদন্ড (জরিমানা) প্রদান এবং এ ধরনের অপকর্ম করবে না মর্মে মুচলেখা নিয়ে রাসেল খন্দকারকে ছেড়ে দেন।

[৭] অভিযুক্ত রাসেল জানান, তিনি মিষ্টিবন নামের একটি বেকারিতে সেলসম্যান হিসেবে চাকরি করেন। মাঝে মাঝে তিনি কোন অনিয়ম-দূর্ণীতির তথ্য পেলে প্রশাসনকে দিয়ে সহায়তা করেন। তিনি নিজেকে ডিজিএফআই এর সোর্স পরিচয় দেয়ার বিষয়টি অস্বীকার করেন।

[৮] উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন-রাসেল খন্দকার একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে এ ধরনের প্রতারনার অনেক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তাকে জরিমানা আদায় ও মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়