শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার বাঘারপাড়া রায়পুর কলেজের প্রভাষক অমেলেন্দুকে সাময়িক বরখাস্ত

যশোর প্রতিনিধি: [২] নানা অভিযোগে এবার বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অমলেন্দু বিশ্বাসকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

[৩] গত ২৭ সেপ্টেম্বর গর্ভানিং বডির সভা শেষে এ স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রভাষক অমেলেন্দুর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গভার্নিং বডির সভাপতি বিল্লাল হোসেন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুজ্জামান জামাতকে সাময়িক বহিস্কার করা হয়।

[৪] নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে প্রাইভেট পড়ানোর সুযোগে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অহেতুক মারপিট ও এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠে অমেলেন্দুর রিবুদ্ধে। এসব অভিযোগ আসে গভানিং বডির কমিটির কাছে। তার জেরে গত ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন গভার্নিং বডি। কিন্তু তার জবাব দেন না অমলেন্দুু।

[৫] সর্বশেষ ২৭ সেপ্টেম্বর তাকে সাময়িক বহিস্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়। একই সাথে ১০ দিনের মধ্যে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি হাসান জাকি ও সদস্য ইকবল হোসেন ও জসিম উদ্দিন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়