শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবসায়ীরা যদি ভালো থাকে ব্যাংকগুলোও ভালো থাকবে : অর্থমন্ত্রী

সোহেল রহমান : [২] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘করোনার কারণেই আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও খেলাপি হওয়া থেকে মুক্তি দেয়া হয়েছে। বিষয়টি শুধু ব্যাংকগুলোর আয় নয়, অনেকগুলো বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন কোনো না কোনোভাবে কিছু করা হলে কেউ তো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা এখন বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পক্ষে আছি। আমি মনে করি- ব্যবসায়ীরা যদি ভালো থাকে ব্যাংকগুলোও ভালো থাকবে।’

[৩] বুধবার ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

[৪] প্রসঙ্গত: করোনা জনিত ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কোনো ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ করা না হলেও ওই ঋণটিকে খেলাপি হিসেবে চিহ্নিত না-করার জন্য সম্প্রতি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোপূর্বে এ সময়সীমা প্রথমে গত জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত নির্দেশনার কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে এমন কথা বলছেন অনেকে। এরই প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

[৫] তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের মোটামুটিভাবে সুযোগ দিয়েছি। টাকা তো মাফ করে দেইনি। টাকা আমরা পাব। কিন্তু সময় বাড়িয়ে দিয়েছি। সময় না বাড়িয়ে এ সময় যদি আমরা বাধা সৃষ্টি করি তাহলে এক্সপোর্ট অর্ডারগুলো (রপ্তানি আদেশ) বাস্তবায়ন করা যাবে না। আমরা আমদানি করছি, এখনও এলসিগুলোর নিষ্পত্তি করতে পারবো না। বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হবে।’অর্থমন্ত্রী বলেন, ‘যে মুহূর্তে লোনটি ক্লাসিফাইড হয়ে যাবে, সেই মুহূর্তে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই মুহূর্তে আমরা মনে হয়, এটা করা ঠিক হবে না। করোনাকালে ব্যবসায়ীদের সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।’

[৬] প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘গতবছর প্রত্যেকটি ব্যাংকই ভালো করেছে, তাদেরকে ধন্যবাদ। প্রত্যেকের ব্যালেন্স শিট অনেক ভালো। খেলাপি ঋণের পরিমাণও কমের দিকে। আমি মনে করি যে, এটাই সময় তাদের ক্ল্যায়েন্টদের সাহায্য করার জন্য। ক্ল্যায়েন্টগুলো তাদের (ব্যাংকের), সরকারের না। ক্ল্যায়েন্ট কোনোভাবে উপকৃত হলে দিনের শেষে লাভবান হবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকতো তাদের কোনো কাস্টমারকে খেলাপি ঘোষণা করে কষ্ট দিচ্ছে না। সুতরাং তাদের ব্যবসায় প্রভাব পড়ার কোনো কারণ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়