শিরোনাম
◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয়করণসহ সাত দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন

শরীফ শাওন: [২] আন্দোলনকারীরা বলেন, ধাপে ধাপে বেতন বৃদ্ধি করে বর্তমানে মাদ্রাসার প্রধান শিক্ষকদের ৩ হাজার ও সহকারী শিক্ষকদের আড়াই হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে সকল শিক্ষককে সরকারি করা হয়েছে।

[৩] তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনো বেতন ভাতা পান না।

[৪] সংগঠনের সভাপতি মাওলানা হাফিজ কাজী ফয়েজুর রহমান বলেন, ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক সমিতি অবস্থান ধর্মঘট ও অনশন চলাকালীন সময় সরকারের নির্দেশে সচিব মহাদয় আন্দোলন স্থলে এসে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। ১৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা সর্বসাকুল্যে প্রধান শিক্ষক ২৫০০ টাকা, সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকিরা শিক্ষকরা ৩৪ বছর যাবৎ বেতন-ভাতা বঞ্চিত রয়েছে।

[৫] বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এসময় দাবি আদায়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়