শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ ভবন চত্বরে বৃক্ষেররোপণ করলেন আমু,তোফায়েলসহ ৬ সংসদ সদস্য

মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বলতেন, ‘সুজলা সুফলা শষ্য শ্যামলা এই বাংলাদেশকে তিনি একদিন সোনার বাংলায় পরিণত করবেন’। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বুধবার (৩০সেপ্টেম্বর) বৃক্ষেররোপণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদ এবং সেলিম আলতাফ জর্জ।

[৩] শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, বৃক্ষতে আমাদের নানারকম উপকার হয়। আমরা যখন হাসপাতালে ভর্তি হই তখন আমাদের অক্সিজেন চড়ামূল্যে কিনে আমাদের জীবন বাঁচাই আর বৃক্ষরোপণের মাধ্যমে কৃত্রিম অক্সিজেন থেকে হাজার গুণ ভালো অক্সিজেন আমরা পাই গাছ থেকে।

[৪] বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের একটি কর্মসূচি গ্রহণ করেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা প্রায় ১৭ কোটি মানুষ, আমরা যদি পত্যেকে একটি করে গাছ লাগাই তাহলে প্রায় ১৭ কোটি গাছ লাগানো হবে।

[৫] প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, একশো বছরে সুযোগ একবারই আসে, বৃক্ষরোপণের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার এমন মোক্ষম সুযোগ আমরাও শত বছর পর পেয়েছি। আমরা বঙ্গবন্ধুর জন্মদিন সভা করেও পার করতে পারতাম, এতে জাতির পিতার স্মৃতি রক্ষিত হতো না। এক কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি তার সুফল আজীবন টিকে থাকবে। বঙ্গবন্ধুকে চির কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি ঔষধি গাছ (অর্জুন) লাগিয়ে স্থায়ী কাজ করে গেলাম যা চিরজীবন টিকে থাকবে আশা করি। সংসদ সদস্য কর্তৃক রোপিত এই গাছগুলো যখন আমরা দেখবো তখনই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে মনে পড়বে।

[৬] শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, জাতির পিতা স্বাধীনতার পর সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, বৃক্ষরোপণের প্রধান ভিত্তি সেদিন স্থাপিত হয়েছিলো । জাতির পিতার সবুজ বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা, মানবতার মা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকেই বেছে নিয়েছেন। বৃক্ষরোপণ-কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে দেশে সবুজ বিপ্লব আসবে অন্যদিকে আমরাও বঙ্গবন্ধুকে আজীবন স্মরণের একটি মাধ্যম পেলাম।

[৭] অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদ বলেন, সংসদের এই সবুজ চত্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখতে বঙ্গবন্ধু এখানে বৃক্ষরোপণ করে গেছেন। বৃক্ষরোপণের প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অনেক বেশি গুরুত্ব দিতেন বলেই তাঁর জন্মশতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন সবচেয়ে সফল প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়