শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশ হাসপাতালে কুক ও আয়া পিটিয়ে গুরতর আহত করার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপেøেক্্র সন্ত্রাসী কায়দায় কুক ও আয়া কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । মঙ্গলবার রাতে তাড়াশ স্বাস্থ্য কমপ্রেক্স রান্না ঘরে ওই ঘটনা ঘটে ।

[৩] এ দিকে এই ঘটনায় তাড়াশ থানায় রাতেই মামলা হওয়ার পরে পুলিশ সাহাবর খান নামের মামলার প্রধান আসমিকে গ্রেফতার করেছেন ।

[৪] তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের জন্য কুক মো. শফিকুল ইসলাম (৩০) ও আয়া শহরবানু (৫৫) রাতের খাবার তৈরী করছিলেন ।

[৫] এ সময় পৌর শহরের উত্তর পাড়া মহল্লার সাহাবর খান হাসপাতাল চত্বরে পা পিচলে পড়ে যায়। এত সে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের গালিগালাজ করতে থাকে।

[৬] এক পর্যায়ে কাউকে না পেয়ে দুই সহযোগীসহ সাহাবর রান্না ঘরে ঢুকে সেখানে রাখা খড়ি দিয়ে কুক মো. শফিকুল ইসলাম ও আয়া শহরবানু কে বেদম পিটিয়ে গুরুতর আহত করে । এ সময় তাদের চিৎকারে হাসপাতালে ডাক্তার কর্মচারীরা এগিয়ে এসে তাদের কে উদ্ধার করে চিকিৎসা দেন।

[৭] পরে এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে কুক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পৌর শহরের উত্তর পাড়া মহল্লার সাহাবর খানসহ ৩ জন কে আসামি করে তাড়াশ থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে মামলার প্রধান আসামি সাহাবর কে গ্রেফতার করেন ।

[৮] এ প্রসঙ্গে তাড়াশ থানায় ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান , গ্রেফতারকৃত আসামি কে বুধবার সকালেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়