শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকাশ এজেন্টদের টার্গেট করে ডাকাতি করতো তারা!

সুজন কৈরী : বিকাশ এজেন্টের টার্গেট করে দোকান বন্ধ করার সময় অতর্কিত হামলা চালিয়ে সব ছিনিয়ে নেয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহীন শেখ, মো. সোহেল হোসেন, মো. মুন্না ও মো. হায়দার। তাদের কাছ থেকে ভিকটিমের ২টি মোবাইল ও ১টি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ২টি ছুরি ও ১টি এক্সিও মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৪৯৭৫) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে বলেন, চলতি মাসের ১২ তারিখে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শের ই বাংলানগর এলাকার বৌবাজার মোড়ে এক বিকাশ এজেন্ট রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে প্রায় আট লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে উপর্যুপরি আঘাত করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়। এরপর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা তেজগাঁও বিভাগ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও অপরাধীদের অপরাধের ধরণ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত অভিযুক্তদের সনাক্ত ও গ্রেপ্তার করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, চক্রের মূল হোতা শাহীন। প্রথমে তিনি তথ্য সরবরাহ করেন। পরে তার দেয়া তথ্যে চক্রের বাকি সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেন। পরে চক্রের আরও ২-১ জন ভালোভাবে রেকি করেন এবং টার্গেট করা ওই ব্যক্তি দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে চক্রের সদস্যরা হামলা চালান। হামলার সময় বিকাশ এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় এবং যার কাছ থাকা সর্বস্ব লুটে নিয়ে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে পালিয়ে যান।

শাহীনের এই দলটি এরই মধ্যে রাজধানীর বছিলা, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, আশুলিয়া বেড়িবাঁধ, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়