শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রলীগের দায় কি এড়াতে পারে আওয়ামী লীগ?

ভূঁইয়া আশিক: [২] আদর্শচ্যুত কর্মীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ ও আদর্শের জাগরণ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

[৩] সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, নারী নিপীড়নের মতো নেতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ কমছে না। কেন?

[৪] জানতে চাইলে গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কারও সন্তান কি ছাত্রলীগ করে? করে না। কারণ তারা চান না তাদের সন্তানরা লাঠিয়াল হোক। নিজেদের সন্তানদের তারা নেতা বানাবেন ভবিষ্যতে। লাঠিয়াল হিসেবে ব্যবহার করবেন অন্যের সন্তানকে। একটা রাজনৈতিক দল ছাত্রসংগঠন পুষবে কেন?

[৫] বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের মতে, মুক্তিযুদ্ধের সময় কোনো ছাত্র নারীর উপর অত্যাচার করেনি। স্বাধীনতাকামী বাঙালি অপর স্বাধীনতাকামীকে হত্যা করেনি। ২৩ বছরের লড়াইয়ে মানুষের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শবাদ যুবসমাজের মধ্যে গড়ে উঠেছিলো। ৫০ বছর ধরে যারা দেশশাসন করে আসছেন, তাদের বলতে হবেÑ কেন রাজাকারের বাংলাদেশে আবার আমরা ফিরলাম।

[৬] রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাতের যুক্তি, সরকারি দল আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কেউ অথবা সরাকারের ভেতরে কারও বিরুদ্ধে একটি অভিযোগ এলেও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকগোষ্ঠী সবার আগে সোচ্চার হয়। বিচার দাবি করে। সরকারও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ছাত্রলীগের কিছু ছেলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার পর আওয়ামী লীগের সকল স্তরের সকল নেতা-কর্মী-সমর্থকগোষ্ঠী সেই জঘন্য হাত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছে এবং বিচার চেয়েছে। সুশীল আর বামাতিরা তো গলা আর চোখ ভিজিয়ে একাকার করেছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়