শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার মৃত্যুর জন্য সৈকত দায়ী’

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় প্রেমিককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নুসরাত ইমরোজ লিজা (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ড মেরাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত ইমরোজ লিজা রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ড মেরাতলী গ্রামের মো. আসাদুজ্জামানের বড় মেয়ে। চার ভাইবোনের মধ্যে লিজা ছিলেন সবার বড়। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের নার্সিং বিভাগের দ্বিতীয় বর্ষেও ছাত্রী ছিলেন।

আত্মহত্যার আগে লিজা তার ফেসবুকে সৈকত নামে একজনকে তার মৃত্যুর জন্য দায়ী উল্লেখ করে দুটি স্ট্যাটাস দেন। সৈকত ঢাকা মিরপুরে জাপান-বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

একটি পোস্টে লিজা লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য সৈকত দায়ী। আই এম সরি আব্বা-আম্মা।’ আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘আমার লাইফটা নিয়ে খেলছে সৈকত। ওরে আমি মাফ করবো না।’

নিহত লিজার বাবা আসাদুজ্জামান বলেন, ‘সোমবার আমার বড় ভাইয়ের বাড়িতে পারিবারিক দাওয়াতে সবাই যায়। লিজা সবাইকে রেখে আগেই বাড়ি চলে আসে। আধা ঘণ্টা পর বাড়িতে এসে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেলে বাইর থেকে অনেক চেষ্টায় দরজা খুলে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।’

তিনি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসে লিজা তার মৃত্যুর জন্য সৈকত নামে যে ছেলেটিকে দায়ী করেছে, এ ব্যাপারে আমরা আগে কিছু জানতাম না।’

তবে লিজার মৃত্যুর পর তার ছোট বোন কান্নার সময় বারবার বলছে, তার বোন সৈকতের জন্য মারা গেছে।

লিজার ছোট ভাই আলামিন বলেন, লিজা মিরপুরে থাকাকালীন জাপান বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র সৈকতের সঙ্গে তার বোনের পরিচয় হয়। লিজা কুমিল্লা ভর্তি হলেও সৈকতের সঙ্গে যোগাযোগ ছিল। সোমবার গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

রায়পুরা থানার পরিদর্শক ওয়াহাব মিয়া বলেন, প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে নিহত লিজার পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়