শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ধর্ষক আজাদ মোল্লা (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা চর মৌকুড়ি গ্রামের সলিম মোল্লার ছেলে।

[৩] ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা জানান, তার মেয়ে উপজেলার ভাগুল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তিনি মোস্তফা মেটাল ইন্ড্রাট্রিস লি: এ শ্রমিকের কাজ করেন। তার স্বামী ঢাকায় রিক্সা চালায়। গত সোমবার তিনি প্রতিদিনের মত কাজে চলে আসেন। এসময় বাড়িতে তার মেয়ে একাই ছিল।

[৪] সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আজাদ মোল্লা তাদের শয়নকক্ষে প্রবেশ করে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে আজাদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে। আজাদ মোল্লা গোয়ালন্দ মোড়ে মোবাইল সার্ভেসিংয়ের কাজ করে।

[৫] গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে আজাদ মোল্লার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতা স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়