শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নার্সারির শিশুদের বিষপ্রয়োগ করায় চীনে শিক্ষিকার মৃত্যুদণ্ড

লিহান লিমা: [২] কিন্ডারগার্টেন স্কুলের ২৫টি শিশুকে বিষপ্রয়োগ ও তাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় ওই শিক্ষিকাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইন্ডিপেনডেন্ট

[৩] গত বছরের মার্চ মাসে জিয়াজুও শহরের একটি কিন্ডার গার্ডেন স্কুলে ওয়াং উইন নামে ওই শিক্ষিকার সঙ্গে অন্য এক শিক্ষিকার পড়ানো সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হয়। ওয়াং শিক্ষার্থীদের ঠিকমতো পড়াতে পারছে না বলে কটাক্ষ করেন ওই শিক্ষিকা। পরের দিন, ২৭ মার্চ ওই শিক্ষিকার ২৫ জন শিক্ষার্থীর সকালের নাস্তায় সোডিয়াম নাইট্রেট নামক একটি বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় ওয়াং। কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। ২৩জন শিক্ষার্থী ক্রমাগত বমি করতে থাকে। তাদের সবাইকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মাস হাসপাতালে থাকার পর এক শিক্ষার্থী জানুয়ারিতে মারা যায়।

[৪] স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওয়াং উইনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়। সম্প্রতি সেই মামলার শুনানিতে ওয়াংকে দোষী সাব্যস্ত করে জিয়াজুও প্রদেশের আদালত জানায়, ‘ওয়াং ঘৃণ্য এবং দুষ্টু প্রকৃতির লোক । এই অপরাধের কঠিন শাস্তি তার প্রাপ্য।’ ওয়াংয়ের মৃত্যুদণ্ড বিষাক্ত ইনজেকশন বা ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হতে পারে।

[৫] এর আগেও অনলাইনের মাধ্যমে সোডিয়াম নাইট্রেট কিনে নিজের স্বামীর খাবারে মিশিয়ে ছিল ওয়াং। সেই খাবার খেয়ে তার স্বামী অসুস্থ হয়ে পড়লেও প্রাণে বেঁচে যান। তবে সেসময় এই নিয়ে আদালতে কোনও মামলা দায়ের হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়