শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের ৩’শ মিলিয়ন ডলার ঋণ যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার বিষয় : পেলোসি

রাশিদুল ইসলাম : [২] মার্কিন নেতাদের ৪০ বছরের ঐতিহ্য ভেঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার কর বিবরণী প্রকাশ করেননি। কোটিপতি হলেও ৩’শ মিলিয়ন ডলার ঋণভারে জর্জরিত মার্কিন এই প্রেসিডেন্ট। আর তার প্রতিষ্টানগুলো শুধু লোকসান গুণছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ডেইলি মেইল

[৩] এদিকে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন ট্রাম্পের এ ঋণ যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা ইস্যু কারণ তার এ অর্থ বিদেশে চলে যেতে পারে এবং ট্রাম্প তা তুলেও নিতে পারেন। এত বিপুল পরিমান অর্থ ঋণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি করেছেন তাও মার্কিন নাগরিকদের জানা উচিত। তিনি কি এ অর্থ অন্য কোনো দেশকে দিয়েছে এমন প্রশ্ন তুলেছেন পেলোসি। এনবিসি

[৪] পেলোসি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ। আমরা মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষা ও সমুন্নত রাখতে শপথ নিয়েছে। বিজ্ঞ হিসেবে বলছি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা যদি এত বিপুল পরিমান অর্থ ঋণ নেয় তাহলে তা জরুরি বিষয়। কারণ তা তাদের হাত থেকে অন্যত্র চলে যেতে পারে।

[৫] পেলোসি এও বলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প কর কম দিয়েছেন কিন্তু ফিলিপাইন, তুরস্কসহ বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান ৩ লাখ ডলার কর দিয়েছে। এবং এর পরিমান আরো বেশি হতে পারে। কিন্তু ট্রাম্প বলছেন তার ঋণ শোধ করতেই ৪ বছর।

[৫] হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প অডিট চলছে দীর্ঘদিন ধরে। আমরাও দরকষাকাষি করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়