শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিল আম্বানীর বিদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করবে তিনটি চীনা ব্যাঙ্ক

রাশিদ রিয়াজ : ভারতের শিল্পপতি অনিল আম্বানী তিনটি চীনা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন ৭১ কোটি ৬০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় ৫২৭৬ কোটি রুপি। সেই ঋণ শোধ না করতে না পারায় ব্রিটেনের কোর্টে মামলা করেছিল ব্যাঙ্কগুলো। গত ২২ মে আদালত নির্দেশ দিয়েছে, অনিল আম্বানীকে ৫২৭৬ কোটি টাকা শোধ করতে হবে। ব্যাঙ্কগুলোর মামলা খরচও দিতে হবে। গত শুক্রবার তিনটি ব্যাঙ্ক জানিয়েছে, ঋণ ও মামলার খরচ আদায় করার জন্য বিশ্বের নানা প্রান্তে অনিল আম্বানীর যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করা হবে। ইকোনমিক টাইমস

অনিল আম্বানী যে তিনটি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব চায়না এবং চায়না ডেভলপমেন্ট ব্যাঙ্ক। তিনটি ব্যাঙ্কের হয়ে ব্রিটেনের কমার্শিয়াল কোর্টে শুনানিতে অংশ নেন বানকিম থানকি। তিনি শুক্রবার আদালতে বলেন, তিনটি ব্যাঙ্ককে যাতে ঋণ শোধ না করতে হয়, সেজন্য অনিল আম্বানী যথাসাধ্য চেষ্টা করেছেন। শুক্রবারের শুনানির পরে ব্যাঙ্কগুলি বিবৃতি দিয়ে বলে, অনিল আম্বানীর থেকে ঋণের অর্থ উদ্ধারের জন্য তারা সবরকম আইনি ব্যবস্থা নেবে।

তবে আরেকটি সূত্র বলছে চীনা ব্যাঙ্কগুলো এখন ভারতে অনিল আম্বানীর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করবে না। কারণ ভারতে অনিলকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চালাচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনিল আম্বানী ব্রিটেনের কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছেন, বিদেশে কোথায় তার সম্পত্তি আছে। সেই হলফনামা অনুযায়ী বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করবে তিনটি চীনা ব্যাঙ্ক। গত ২৯ জুন ভারতে হাইকোর্ট অনিলকে নির্দেশ দেয়, বিশ্বের যে যে দেশে তার ১ লাখ ডলার বা ৭৪ লাখ রুপির বেশি সম্পত্তি আছে, তা হলফনামা দিয়ে জানাতে হবে। এছাড়া তার আয় ও ব্যয়ের হিসাব, ব্যাঙ্ক স্টেটমেন্ট, শেয়ার সার্টিফিকেট, ব্যবসার ব্যালেন্স শিট, তিনি কোনও ট্রাস্টের সদস্য হলে তার নাম ইত্যাদি জানাতে বলা হয়। সেই সঙ্গে তাকে বলা হয়, ভিডিও লিঙ্ক মারফৎ শুনানিতে অংশ নিতে হবে। হলফ করে সব প্রশ্নের জবাব দিতে হবে।

আদালতে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে অনিল আবেদন করেছিলেন, তার ব্যবসার নথিপত্র যেন তৃতীয় পক্ষ দেখতে না পায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়