শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইতের পদত্যাগ চাইল পিএলও

রাশিদুল ইসলাম : [২] ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলেগইতের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও তার পদত্যাগও দাবি করেছেন। এরিকাত সোমবার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বলেন, আহমাদ আবুলগেইত তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, কাজেই আরব লীগের মহাসচিবের পদে থাকার আর কোনো অধিকার তার নেই। ফার্স

[৩] আরব লীগের মহাসচিব রোববার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জর্দান নদীর পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেয়ার পরিকল্পনা স্থগিত রাখা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে আরো ৫ হাজার বসতি গড়ার নির্দেশ দিয়েছেন।

[৪] এছাড়া ইসরায়েলের একটি সামরিক আদালত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের এক কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। ১৭ বছর বয়সি ওই কিশোর সামের আব্দুলকরিম আওয়ায়িসকে এক বছরেরও বেশি সময় আগে ধরে নিয়ে গিয়েছিল দখলদার সেনারা।

[৫] ইসরায়েলের ‘পেতাহ টিকভা’ ডিটেনশন সেন্টারে সামেরকে কয়েক মাস ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনও চালানো হয়। সামেরের পিতা ইসরায়েলি কারাগারে আছেন। তাকে গত এক বছরেরও বেশি সময় বন্দি থাকা অবস্থায় পিতার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

[৬] সামেরের বড় ভাই হাসানকে ২০০৪ সালে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

[৭] ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল হিসেবে বছরে ৭০০ ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরায়েলের সামরিক আদালতে বিচার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়