শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে আইন শৃঙ্খলা কমিটির সভা, গ্রাম আদালত গতিশীল করার উদ্যোগ

মনিরুজ্জামান: [২] বোরহানউদ্দিনে আইন - শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তবে কিছু সামাজিক সমস্যা বিদ্যমান। সামাজিক মূল্যবোধের অভাবে কিছু মানবিক বিপর্যয় ঘটছে। এমন অভিমত ব্যক্ত করেন মঙ্গলবার সকালে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।

[৩] বোরহানউদ্দিন উপজেলার অফিসার ইনচার্জ মাজহারুল আমীন বিপিএম জানান, জুলাই মাসে থানায় মামলা হয়েছে ৩২ টি। আগস্ট মাসে ২৪ টি, চলতি মাসে যা কমে দাড়ায় ১৮ টি। এর মধ্যে মাদক মামলা ৯ টি, চুরির ২ টিকে, অপমৃত্যু থেকে হত্যা ও গান ধর্ষণ মামলা ১ টিকে করে অন্যান্য ৫ টিকে মামলা রুজু হয়।

[৪] অবৈধ মোটর সাইকেল ও মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়। সভায় বক্তাগন বলেন,আদালতে মামলার জটিল কমানো, প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সুবিধা নিশ্চিত করা এবং সামাজিক সমস্যা দূরীকরণে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র পিএম,উপজেলা আ'লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়