শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কোতোয়ালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জনকে অর্থদণ্ড

রাজু চৌধুরী: [২] করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করছেন অনেকেই। অনেকেই আবার অসচেতনভাবে ঘোরাফেরা করছে।

[৩] সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে নগরীর কোতোয়ালী মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্ক না পরে আইন অমান্য করার অপরাধে অর্ধশত ব্যক্তিকে প্রায় ৪০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

[৪] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষই সচেতন নয় এবং তা মানছেন না।

[৫] সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাটে, বিপণী বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছেন । যার ফলে নিজের এবং অন্যের করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে। তাই যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় নিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, মাস্ক না পড়ার কারণ জানতে চাইলে জানতে অনেকে বলেন করোনা ভাইরাস নেই বলে তারা মাস্ক ব্যবহার করেন না। এমনকি ভুলে তারা মাস্ক বাসায়/ বাড়িতে রেখে এসেছেন বলে অজুহাত দেখান।

[৭] নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেন না। আবার অসচেতন ভাবে মাস্ক না পরে পকেটে রেখে দেন অনেকে যা অতন্ত বিপদজনক হতে পারে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়