শিরোনাম
◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের ◈ পাল্টা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুহম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের বদলা নিতেই শার্লি এবদোয় হামলা চালানো হয়

লিহান লিমা: [২] শুক্রবার প্যারিসের বাস্তিল প্লাজার কাছে ছুরি হামলায় চারজন আহত হওয়ার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে জানিয়েছে পুলিশ। দুইদিনের পুলিশি জেরার পর হামলাকারী হাসান আহমেদ স্বীকার করছে, মুহম্মদ (সা.) এর কার্টুন পুনরায় প্রকাশ করার ঘোষণার বদলা নিতে তিনি হামলা করছেন। হামলার লক্ষ্য ছিলো শার্লি এবদোর অফিস। ইয়ন

[৩]হামলাকারী বয়স ১৮। তিনি বছর আগে পাকিস্তান থেকে ফ্রান্সে এসেছিলেন তিনি।

[৪]এর আগে ২০১৫ সালে মুহম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানোয় শার্লি এবদোর দপ্তরে হামলা করা হয়। ওই হামলায় পত্রিকাটির ১২জন কর্মী মারা যান। তার তিন দিনের মধ্যে আবারো হামলা চালিয়ে আরও পাঁচ জনকে হত্যা করা হয়। পুলিশের পাল্টা গুলিতে মারা যায় তিন হামলাকারীও। আল কায়েদা এই হামলার দায় স্বীকার করে।

[৫]সম্প্রতি ‘শার্লি এবদো’ মামলায় হামলাকারীদের সাহায্য করার অভিযোগে ১৪জন দোষী সাব্যস্ত হয়েছেন। মামলার বিচার উপলক্ষ্যে ২০১৫ সালের বিতর্কিত ব্যঙ্গচিত্রটি পুনরায় ছাপানোর সিদ্ধান্ত নেয় পত্রিকাটি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে পত্রিকার দপ্তরে হামলা চালায় ওই তরুণ।

[৬]পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের পরে পত্রিকাটির ঠিকানা বদল করার বিষটি হামলাকারী জানতো না। শার্লি এবদো এখন গোপনে কার্যক্রম চালায়। আর তার পুরনো অফিসে অন্য একটি টিভি চ্যানেলের প্রধান দপ্তর। শুক্রবার ওই চ্যানেলের দুই কর্মী দপ্তরের নীচে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিলেন। তখনই ছুরি নিয়ে হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়