শিরোনাম

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট বিতর্কের পূর্বে বাইডেনের হাতে ট্রাম্পের কর ফাঁকির তাস

লিহান লিমা: [২] বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় প্রথমবারের প্রেসিডেন্ট বিতর্কে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। বিতর্কের একদিন পূর্বেই নিউইয়র্ক টাইমসের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বিগত ১০ বছরে কোনো আয়কর দেন নি ট্রাম্প। সিএনএন/গার্ডিয়ান

[৩]ট্রাম্প এটিকে ভুয়া খবর বললেও বাইডেন ও ডেমোক্রেটরা এই বিষয়টিকে তুরুপের তাস হিসেবেই গ্রহণ করেছেন। হাউসের ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের করফাঁকিকে ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যু হিসেবে অভিহিত করেছেন। জো বাইডেনের প্রচারণা শিবির মার্কিন কর ব্যবস্থার সমালোচনা করেছে যেখানে কি না বিলিওনাররা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে আসছে। এদিকে রিপাবলিকান শিবির এখন পর্যন্ত এই করফাঁকির কেলেঙ্কারি নিয়ে কোনো মন্তব্য করে নি।

[৪]ওহাইওর ক্লিভল্যান্ডে এই বিতর্ক অনুষ্ঠিত হবে যা সরসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যমগুলো। ফক্স নিউজের ক্রিস ওয়ালেস বিতর্ক অনুষ্ঠান উপস্থাপনা করবেন। বির্তকে ১৫ মিনিট করে ৬টি ধাপ থাকবে। প্রথম বিতর্কে ট্রাম্প ও বাইডেনের পূর্ব কাজের রেকর্ড, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ, কোভিড-১৯, অর্থনীতি, শহরে দাঙ্গা ও সহিংসতা এবং সুষ্ঠ নির্বাচন নিয়ে আলোচনা হবে।

[৫]স্থানীয় সময় ৭ অক্টোবর বিতর্ক করবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। ১৫ ও ২২ অক্টোবর ট্রাম্প বাইডেন পুনরায় বিতর্ক করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়