শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজ করতে চান সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে শুরুটা দারুণ হয়েছে আইপিএলের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মেগা টুর্নামেন্টের প্রস্তুতি দেখেছেন, শুরুর পর্বও দেখেছেন। দেশে ফিরেই তিনি সামনের দিকে তাকাচ্ছেন। আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতের মাটিতেই আয়োজন করতে চান সৌরভ। সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

[৩]করোনা উদ্ভুত পরিবেশে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন তা উঠে গেলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। সেই কারণে আইপিএল চলে গিয়েছে মরুশহরে। করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা জানা নেই। এই পরিস্থিতিতে ঘরের মাঠে পরের বছর জানুয়ারি-মার্চে কি আদৌ সম্ভব ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ? ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ খেলার কথা ভারতের।

[৪] আশাবাদী বোর্ড প্রধান বলছেন, ভারতের মাটিতেই যাতে আমরা সিরিজ করতে পারি সে দিকেই নজর দেওয়া হবে। সংযুক্ত আরব আমরিশাহিতে সুবিধা রয়েছে। তিনটি স্টেডিয়ামে খেলা হচ্ছে আইপিএলের। ভারতীয় বোর্ড ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে চুক্তি করেছে। ভারতের ঘরের ম্যাচ হতে পারে সেখানে। কিন্তু সৌরভ চান না ঘরোয়া সিরিজ চলে যাক বিদেশের মাটিতে।

[৫] তিনি বলেন, ভারতেও একই জায়গায় একাধিক মাঠ রয়েছে। মুম্বইয়ে রয়েছে ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল এবং সিসিআই স্টেডিয়াম। ইডেন রয়েছে, যেখানে সুরক্ষাবলয় তৈরি করতে হবে। ভারতের ম্যাচ ভারতেই করতে চাই আমরা। হৃদয় যেখানে সেখানেই ম্যাচ হওয়া জরুরী। তবে আমাদের করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। - আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়