শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হয়েছে

দীপক চৌধুরী: বাংলাদেশ ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারী ও অভিযুক্তদের’ নিয়ে লেখার প্রস্তুতি ছিল। কিন্তু করোনাকালে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিপক্ষ সংগঠনের প্রতি আক্রমনাত্মক ভাষার কারণেই মনে হচ্ছে যে, খানিকটা সত্যের স্মৃতিচারণ করা দরকার। বিএনপি-জামায়াত ও সমমনাদলগুলো কখনো আওয়ামী লীগের একটি ভালো কাজের প্রশংসা করে না। সুনাম করে না, সরকারের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অর্জনে বিশ্বব্যাপী বিশ্বনেতারা বিস্ময় প্রকাশ করলেও বিএনপি ঠোঁটে-মুখে কুলুপ এঁটেছে। বিএনপির অবিচার, অন্যায়, ত্রাস, খুন, ধর্ষণ, যুদ্ধাপরাধীদের গাড়ি-বাড়িতে পতাকা তুলে দেওয়ার ইতিহাসে এদেশের জনগণ দলটি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এরপরও দলটির একশ্রেণির নেতা প্রায়শ্চিত্ত করার প্রয়োজন বোধ করেন না।

‘ছাত্রদলের অপকর্মের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে’ বলে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ। জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ছিল। এ মন্তব্যের পর হই-চই শুরু হলে তিনি অবশ্য সংশোধন করেন বিষয়টি। খুব সম্ভব এটা ২০১৭ সালের দিকে। আসলে সত্য অনেক সময়ই মুখ থেকে বেরিয়ে পড়ে। প্রায় আঠারো-উনিশ বছর হয়ে গেছে বুয়েট ছাত্রী সনি হত্যার ঘটনা। ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দল ও টেন্ডারবাজির ঘটনায় অস্ত্রবাজির শিকার হয়ে প্রাণ হারান তরুণি সনি। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল তখন। কিন্তু দেশকাঁপানো এ ঘটনায় বিএনপির মধ্যে এতটুকু আফসোস্ ছিল না। আইনের বালাই ছিল না। আইনের শাসনের তো প্রশ্নই ওঠে না। প্রকৃত অপরাধী গ্রেপ্তারতো দূরের কথা। ক্ষমতায় থাকা ছাত্রদলের কুকীর্তিও অজস্র ইতিহাস উল্লেখ করা যায়, তবে আজ নয়। ক্ষমতার বাইরে থাকা অবস্থায় এই সংগঠনটি কতটা বেপরোয়া হয়ে ওঠে এর নজির সিলেটে। গত বছর সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩০)। মিছিলের সামনে- পেছনে থাকা এবং সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটে। শুধু তাই নয় একেক জনের বয়স ৪০-৫০ হয়ে গেছে এরপরও ‘ছত্রদলের নেতা’ থাকার জন্য সংগঠনে আন্দোলন-অনসন-মিছিল বহু হয়েছে। কারণ, ২৭ বছর পর গত বছর ভোটের মাধ্যমে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। এরপরেই শুরু হয় নজিরবিহীন আন্দোলন। বিবাহিত হওয়ার কারণে নতুন কমিটির জন্য অযোগ্য হওয়া বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) একদল নেতা কমিটিতে নিজেদের অন্তভুক্ত করার দাবিতে আমরণ অনশনে নামেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ফেরার পথে দেখলাম, সিলেটের এমসি কলেজে ও খাগড়াছড়িতে গণধর্ষণে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে ছাত্রদল।

‘বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী অব্যাহত অপকর্ম চালিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণসহ সব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি ও তার সঙ্গে থাকা বক্তারা। কিন্তু ওই মিছিলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে কোনো কথা নেই। অথচ নুরও একটি ধর্ষণ মামলার আসামী। আবার এটাও দেখা হলো না, সিলেটে এমসি কলেজে ( মুরারি চাঁদ কলেজ) তরুণি ধর্ষণের ঘটনার চব্বিশ ঘন্টার ভেতর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্ষণের অভিযোগ থাকা যুবকদের যে গ্রেপ্তার করে আদালতে হাজির করলো এবং পুলিশ রিমান্ডে নিয়ে গেলো এ ব্যাপারে একবিন্দু কথাও নেই। পুলিশের যোগ্যতা, মেধা ও দক্ষতার কথা স্বীকার করতেই চাই না যেন আমরা। এত কম সময়ে ধর্ষণকারী গ্রেপ্তার করা সম্ভব হবে এটা বিশ্বাসযোগ্য ছিল কী? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হয়েছে। অবশ্যই স্বীকার করি, নারীধর্ষণ ও হত্যার ঘটনা রাজনীতির বিষাক্ত ক্ষত। কিন্তু এই ক্ষত সৃষ্টিকারীদের আমরা দায়ী করি না কেন? পুলিশ-র‌্যাবসহ আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের স্বাধীনভাবে কাজ করতে দিয়েই দেখি না সমস্যা কোথায়!

লেখক : উপসম্পাদক, আমাদের অর্থনীতি, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়