শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ কি সত্যিই ছাত্রলীগকে সামলাতে চায় : ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক : এই শিক্ষাবিদ আরও বলেন, [২] ধর্ষণ পাকিস্তানের ঐতিহ্য, ধর্ষকেরা এদেশে পাকিস্তানি ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।

[৩] এই মুহূর্তে শাসনহীন বাংলাদেশে নৈতিক এবং মানসিকভাবে বিকৃত মানুষেরা ধর্ষণের মহামারি শুরু করেছে। সরকারের জন্য তা অশনি ও সতর্ক সংকেত। ধর্ষকদের বিষয়ে সরকার সতর্ক হবে কিনা তা ভবিষ্যৎই বলবে।

[৪] ধর্ষকেরা মানসিকভাবে বিকৃত। তাদের মানসিক চিকিৎসা দরকার। [৬] দেশে কোনো শাসন নেই। শাসন থাকলে মানুষের মনে আইনশৃঙ্খলা ও নৈতিকতার প্রতি শ্রদ্ধা থাকতো, যা এখন যথেষ্ট অভাব।

[৫] দেশের রাজনীতি পচে গেছে। কারণ ধর্ষকেরা ক্ষমতাসীন দলের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হিসেবে নিজেদের প্রচার করে। দলও যে নষ্ট হয়ে গেছে, ভেতর থেকে পচে গেছেÑ তারই বড় প্রমাণ ধর্ষক ছাত্রলীগ।

[৬] আওয়ামী লীগ ছাত্রলীগকে সামলাতে চায় কিনা তা আমার প্রশ্ন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগকে সামলানোর জন্য অনেক সময় বহু আদেশ-নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে যা আমরা দেখতে পাচ্ছি না বললেই চলে।

[৭] আওয়ামী লীগ ভালো করে জানে যারা ছাত্রলীগে আছে, তাদের সিংহভাগই ছাত্র নয়। ছাত্রলীগের মধ্যে ছাত্র নেই, লীগও নেই। কিন্তু জেনেও বিশেষ প্রয়োজনে তাদের প্রশ্রয় দেওয়া হয়। যদিও প্রতিটি অপরাধের পর সরকার সংশ্লিষ্ট মন্ত্রীরা বলেন যে, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দল নেই। কিন্তু বাস্তবের সত্যটি অন্য রকম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়