শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূয়া পুলিশ সেজে অর্থ হাতাতেন তিনি!

সুজন কৈরী : [২] পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মো. সাহাবুদ্দিন আলম শিশির (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে এন্টি টেরররিজম ইউনিট (এটিইউ)।

[৩] রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈরের চান্দরার ভাঙ্গা মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, শিশিরের বাসা তল্লাশি করে পুলিশের ইউনিফর্ম, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার র‌্যাংক ব্যাচ এবং তার ব্যবহৃত স্মার্ট ফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

[৫] এটিইউ’র কর্মকর্তা বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত শিশির নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে যশোর, রাজশাহী, নাটোর, গাজীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তার ব্যবহৃত ৪টি ফেসবুক আইডির মধ্যে ‘মো. মিথুন চৌধুরী রাজা এবং ‘মো. সালাহ্উদ্দিন আহম্মেদ’ নামক আইডি ব্যবহার করে নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাততেন।

[৬] শিশির এসব প্রতারণামূলক ফেসবুক পোষ্টে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করতেন। এছাড়া মেয়েদের উপকার দেয়ার কথা বলে এবং ফাঁদে ফেলে বিভিন্নভাবে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে যশোর সদর থানায় প্রতারণার মামলা ও গুলশান থানায় জিডি রয়েছে।

[৭] মোহাম্মদ আসলাম খান জানান, শিশির পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করা এবং জনগণের কাছে বিশ্বাস ভঙ্গ করে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়