শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্ত মেনে ১ অক্টোবর থেকে সিঙ্গাপুর যেতে পারবেন বাংলাদেশিরা, নিজ খরচে থাকতে হবে আইসোলেশনে

লাইজুল ইসলাম : [২] অতিমারি করোনাভাইরাসের কারনে এতদিন সিঙ্গপুরে প্রবেশ নিষেধ ছিলো। তবে অক্টোবরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে। সেখানে যেতে পারবেন বাংলাদেশীরা। প্রবাসী শ্রমিক, চিকিৎসাপ্রার্থী ও শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

[৩] সিঙ্গাপুর সিভিল অ্যাভিয়েশনের তথ্য অনুযায়ী, ফ্লাইটের টিকিট কেনার পূর্বশর্ত হিসেবে প্রবাসী শ্রমিকদের এজেন্সি বা স্পন্সরের মাধ্যমে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের (এমওএম) কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে।

[৪] সিঙ্গাপুরে যাওয়ার পর বাদ্ধতামূলক ভাবে নিজ খরচে ১৪ দিনের জন্য একটি হোটেলে আইসোলেশনে থাকতে হবে। আনুমানিক ২২০০ সিঙ্গাপুরিয়ান ডলার খরচ হবে। আইসোলেশনের জন্য বাংলাদেশ থেকে হোটেল বুকিং করে যেতে হবে। প্রবাসীদের অভিযোগ, এতে খরচ হবে বাংলাদেশি ১ লাখ ৩৬ হাজার টাকা।

[৫] সিঙ্গাপুরগামীদের ঢাকা থেকে রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়ে ‘নেগেটিভ’ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি সবাইকে সিঙ্গাপুর পৌঁছে আবারও নিজ খরচে কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

[৬] সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান,বাদ্ধতামূলক আইসোলেশন। সিঙ্গপুরের সরকার এটি কিছু প্রতিষ্ঠান ও হোটেলকে দায়িত্ব দিয়েছে। একটি দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের একজন মন্ত্রীকে আইসোলেশন করতে হয়েছে। এতে কিছুই করার নেই।

[৭] এদিকে বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য যেতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশি এজেন্টের মাধ্যমে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল সার্টিফিকেট বা অনুমতিপত্র লাগবে।

[৮] সিঙ্গাপুরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরার আগে বাংলাদেশ থেকেই সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়