শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাভালনিকে দেখতে হাসপাতালে জার্মান চ্যান্সেলর

লিহান লিমা: [২] রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি সোমবার জাানিয়েছেন, বার্লিনের হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। টুইটে নাভালনি বলেন, ‘আমরা বৈঠক করেছি। কিন্তু এটি কোনো অত গোপনীয় নয়।’ ইউরো নিউজ

[২]এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নাভালনিকে দেখতে গোপনে চ্যারিটি হাসপাতালে গিয়েছেন মের্কেল।

[৩]গত আগস্টে সাইবেরিয়া থেকে মিনস্ক আসার সময় বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। মিনস্কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মিনস্কে ২ দিন কোমায় থাকার পর জার্মানির হাসপাতালে নাভালনি ২৪দিন ইনটেনসিভ কেয়ারে ছিলেন। ফ্রান্স, সুইডেন ও জার্মানির ল্যাবে নাভালনির শরীরের নমুনা পরীক্ষা করে সোভিয়েত যুগের নভিচক নার্ভ এজেন্ট শনাক্ত করেছে। তবে রাশিয়ার ডাক্তাররা বলেছেন, নাভালনির শরীরে কোনো কিছু পাওয়া যায় নি।

[৪]রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর নভিচক বিষ প্রয়োগ করে বিরোধী ও সমালোচকদের হত্যার অভিযোগের তালিকা দীর্ঘ। এর আগে ব্রিটেন বলেছিলো, ২০১৮ সালে ইংল্যান্ডের সেলসব্যুরিতে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার কন্যার ওপর নভিচক বিষ প্রয়োগ করে ব্রিটেন।

[৫]জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও অন্যান্য বিশ্বনেতারা নাভালনি হত্যাচেষ্টার তদন্ত দাবী করেছেন। নাভালনির পরিবার ও মিত্ররা বলছেন এই বিষ প্রয়োগের সঙ্গে ক্রেমলিন সরাসরি জড়িত। তবে রাশিয়া এটি প্রত্যাখ্যান করে আসছে। সেই সঙ্গে কোনো তদন্ত দলও গঠন করে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়