শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সমুদ্র সৈকত যেন ময়লার ভাগাড়

আব্দুল্লাহ মামুন : [২] বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভেসে আসছে গাছের গুঁড়ি, বোতল, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। এতে কক্সবাজারের সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি পর্যটকদের চলাচল বিঘ্নিত হচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে যতোদূর চোখ যায় শুধু ময়লা-আবর্জনার স্তুপ। জোয়ারের পানিতে ভেসে আসছে বর্জ্য। । এতে সৈকত পর্যটকদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

[৩] কক্সবাজার সমুদ্র সৈকত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গত ১৭ আগস্ট থেকে আবারও সবার জন্য উন্মুক্ত এই সৈকত। এরপর থেকে দেশের দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।

[৪] পর্যটকরা জানান, সৈকতে অনেক ময়লা-আবর্জনা, এতে চলাচলে হিমশিম খেতে হচ্ছে। দুদিন ধরে সাগর তীরে এসব ময়লা-আবর্জনা পড়ে থাকলেও পরিস্কারের উদ্যোগ নেই। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশকেও নষ্ট করছে।

[৫] কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট সিকিউরিটি ফোর্সের সুপারভাইজার খোরশেদ আলম বলেন, দ্রুত সৈকতে ভেসে আসা ময়লা-আবর্জনা পরিস্কার করা হবে।

[৬] তিনি আরো বলেন, টানা বর্ষণের কারণে বিচের বিভিন্ন স্থানে ময়লা ও আবর্জনা এসেছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। আশা করি, দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।

[৭] এর আগে ১২ ও ৩০ জুলাই সৈকতে ভেসে আসে কাঁচের বোতল, রশি, জুতা, ছেঁড়া জাল, প্লাস্টিক, গাছের গুঁড়ি, খড়কুটোসহ ময়লা-আর্বজনা। এতে মারা যায় ৪০টির বেশি কচ্ছপ। সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়