শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে রাস্তার ৪ফুট ওপর ১১০০০ ভোল্টের ট্রান্সফরমার

আরিফুল ইসলাম : [২] ‘হাই ভোল্টেজ, ১১,০০০ ভোল্ট, বিপদজনক’—এ রকম সাবধানবাণী উল্লেখ করা গ্রামীণ মূল সড়কের ওপর অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন যাবত রাখা হয়েছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় কলেজ রোড থেকে সূর্যকান্দি লস্করপাড়া গ্রাম হয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে গিয়ে সংযোগ হওয়া ব্যস্ততম পাকা সড়কটির ফুটপাতে মাত্র ৪ফুট ওপরে দুটি ষ্টীলের খুঁটিতে এ ট্রান্সফরমারটি বসানো রয়েছে। লস্করপাড়া সড়কটির কালভার্টের ঠিক উত্তর পাশেই মূল সড়কের ফুটপাতের ওপর ট্রান্সফরমারটি বসিয়েছে সরাইল পিডিবি'র বিদ্যুৎ বিতরণ বিভাগ। অথচ প্রতিদিন এ সড়ক ধরে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। এছাড়া ট্রান্সফরমারের ২৫ থেকে ৩০ গজ দূরেই কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এবং ৪০ থেকে ৫০ গজ দূরে সরাইল সরকারি কলেজ। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এ ট্রান্সফরমারের পাশ দিয়েই যাতায়াত করে।

[৩] কয়েকজন শিক্ষার্থীকে ট্রান্সফরমারের পাশ ঘেঁষে প্রাইভেট পড়তে যেতে দেখা যায়। এদের মধ্যে দুইজন শিক্ষার্থী জানিয়েছে, ট্রান্সফরমারের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভয় লাগে।

[৪] কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক ও স্থানীয় বাসিন্দা অনেকে জানিয়েছেন, বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা যাতায়াতের সময় খেলার ছলে ট্রান্সফরমারের ভেতরে আঙুল ঢুকিয়ে দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত ট্রান্সফরমারটি আরও উঁচু করে বসানো উচিত। সড়কের ফুটপাতে নিচু করে এ ট্রান্সফরমার বসানোর কারণে এখানে যানবাহন চলাচলে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

[৫] সরাইল পিডিবি'র বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, সেখানে বৈদ্যুতিক খুঁটির ওপর ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে বহু আগেই। তবে ট্রান্সফরমারটির অবস্থান রাস্তা থেকে উচ্চতা নিয়মঅনুযায়ী কম। দুটি ষ্টীলের খুঁটিতে রয়েছে এ ট্রান্সফরমার; এতে ঝুঁকিও আছে। বিষয়টিতে নজর দেবেন বলে স্থানীয় পিডিবি'র বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়