শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন

নূর মোহাম্মদ: [২] ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান বলে তার ছেলে সুমন মাহবুব জানান। সোমবার সকাল সাড়ে আটটায় তার মরদেহ মিন্টো রোডের বাসভবনে নেয়া হবে। বেলা ১১টায় সুপ্রিম কোর্টে জানাজার পর তাকে মীরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হবে।

[৩] এর আগে গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে রাজধানীর সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। সেখানে নমুনা পরীক্ষায় তার কোভিড ধরা পড়ে। এর পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ১৮ সেপ্টেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। যদিও ২০ সেপ্টেম্বর তার কোভিড নেগেটিভ হওয়ার খবর আসে।

[৪] ২১ সেপ্টেম্বর আইসিইউতে থাকাবস্থায় হঠাৎ তার অবস্থার অবনতি হয়। ২২ তারিখও সে অবস্থা থাকে। ২৩ তারিখ কিছুটা উন্নতি হয় বলে জানা যায়। তবে ২৬ তারিখ থেকে আবারো অবস্থা খারাপ হতে থাকে তার।

[৫] জেষ্ঠ এই আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৩-৯৪ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ২০০৫-০৬ সালে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন মাহবুবে আলম।

[৬] ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবে আলম। এরপর ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়