শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজই সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাহুল রাজ : [২] শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কঠিন শর্ত মেনে দেশটিতে সফর করতে রাজি নয় বাংলাদেশ। কোয়ারেন্টাইন শর্তাবলী নিয়ে বিসিবির আপত্তির পর দুসপ্তাহ পেরিয়ে গেলেও নতুন করে গাইডলাইন পাঠায়নি আয়োজক দেশের বোর্ড। সেই অনিশ্চিত অপেক্ষার অবসান হতে পারে আজই।

[৩] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রোববার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আশা করছি আজকের মধ্যেই আমরা একটা ভালো সিদ্ধান্ত পাবো। আমরা চাই এই সিরিজটায় অংশগ্রহণ করতে।’

[৪] সিরিজ পিছিয়ে না গেলে এখন শ্রীলঙ্কার বিমানে থাকতেন মুমিনুল-মুশফিকরা। কিন্তু লঙ্কান সরকারের কঠিন স্বাস্থ্যবিধির কারণে ঝুলে আছে সিরিজের ভাগ্য। খেলোয়াড়দের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে আনা ও অনুশীলনের সুযোগের দাবি জানিয়েছিল বিসিবি। যার উত্তর আজ আসবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

[৫] রাজধানীর একটি হোটেলে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই সময়ে একটা সিরিজ হবে এটা আমরা অনেক আগ্রহের সঙ্গে নিয়েছি, আমরা খুবই উদগ্রীব এবং আমাদের খেলোয়াড়রাও সিরিজের জন্য অনুশীলনের মধ্যে আছে।’

[৬] ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সার্বক্ষণিক আলাপ-আলোচনা চলছে। তারা (শ্রীলঙ্কা) যে বিধিনিষেধ দিয়েছে, আমরা বলেছি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা সেটি কিছুটা কমানো, পাশাপাশি হোটেল কক্ষে থাকার যে বিধিনিষেধ দেয়া হয়েছে, আমরা বলেছি, ‘‘না’’। একজন খেলোয়াড় যদি ১৪ দিন রুমের মধ্যে বসে থাকে তাহলে ফিটনেসের ঘাটতি হবে, তাহলে সে খেলাধুলা কিছু দেখাতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়