শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রাবাসে দলবদ্ধধর্ষণ: ২২ ধারায় আদালতে জবানবন্দি দিলেন ভিকটিম

আশরাফ চৌধুরী: [২] সিলেট মুরারীচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে স্বামীর সামনে দলবদ্ধধর্ষণের শিকার নির্যাতিতা তরুণী গৃহবধূ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

[৩] রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলার এজলাসে এ জবানবন্দি প্রদান শুরু হয়। এ বেলা সোয়া ২টায় পর্যন্ত জবানবন্দি দেন নির্যাতনের শিকার ওই তরুণী। জবানবন্দিতে তিনি সে দিনের নির্মমতার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

[৪] এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য নির্যাতিতাকে তরুণীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টার থেকে আদালতে নিয়ে যান । ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

[৫] এদিকে, দেশে-বিদেশে আলোচিত এ দলবদ্ধধর্ষণের ঘটনায় করা মামলার এক নম্বর আসামী ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে ছাতক থেকে এবং মামলার চার নম্বর আসামী অর্জুন লস্করকে মাধবপুর থেকে রোববার সকালে গ্রেফতার করে পুলিশ। এ দুজন আাসামি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো বলে জানিয়েছে পুলিশ।

[৬] রোববার সকাল ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার সকালে ছাতক খেয়াঘাট এলাকা থেকে ছাতক থানাপুলিশ গ্রেফতার করে মামলার প্রধান আসামী সাইফুর রহমানকে।

[৭] গ্রেফতার সাইফুরের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়ার তাহিদ মিয়ার ছেলে ও অর্জুন জকিগঞ্জ উপজেলার আটগ্রামের কানু লস্করের ছেলে।

[৮] সিলেট জেলার পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি টিম রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর পাঁচ টায় অর্জুন লস্করকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। দুপুর ১২ টায় অর্জুনকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এসএমপির ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

[৯] সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুর রহমানকে রোববার সকাল ৭টায় ছাতকের খেয়াঘাট এলাকা গ্রেফতার করে ছাতক থানাপুলিশ। আর সিলেট জেলা ডিবি পুলিশ হবিগঞ্জ জেলার মাধবপুরের মনতলা এলাকা ভোরে অর্জুন লস্করকে গ্রেফতার করে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে।

[১০] এর আগে এ ঘটনায় ছয় জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করেছিলেন ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী।

[১১] মামলার আসামিরা হলেন- এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লঙ্কর, রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম। এদের মধ্যে চারজন ওই কলেজের শিক্ষার্থী। এছাড়া আরও তিন জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

[১২] এরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ সরকার বলয়ের অনুসারী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম সমর্থিত ছাত্রলীগ কর্মী।

[১৩] ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে পুলিশ অভিযুক্ত সাইফুরের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি লম্বা দা, একটি ছুরি ও দুটি লোহার জিআই পাইপ উদ্ধার করে। এঘটনায় শাহপরাণ থানাপুলিশ বাদি হয়ে সাইফুর রহমানকে প্রধান আসামি করে অস্ত্র আইনেও একটি মামলা দায়ের করে।

[১৪] জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ২০ বছর বয়সি তরুণী গৃহবধূকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়