শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের সাধারণ সভায় জাপানের প্রধানমন্ত্রী,আগামী বছর অলিম্পিক আয়োজন করবো

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারীর জন্য পিছিয়ে গিয়েছে ২০২০ সালের টোকিও অলিম্পিক। তবে পরের বছর অলিম্পিক আয়োজনে মরিয়া জাপান। জাতিসংঘের সাধারণ সভায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, ২০২১ সালে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান। করোনাভাইরাসের কারণে এবছরের সমস্ত খেলাধুলাই পিছিয়ে গিয়েছে। চলতি বছরের মার্চ মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান সরকারের যৌথ সিদ্ধান্তেই পিছিয়ে দেওয়া হয় টোকিও অলিম্পিক।

[৩] জাপানের প্রধানমন্ত্রী বলেন, একটা মারন ভাইরাস আমাদের জীবনকে থমকে দিয়েছে। তবে এটা চিরস্থায়ী নয়। পরের বছর আমরা একইসঙ্গে টোকিও অলিম্পিক আর প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চাই। মহামারিকে হারিয়ে কিভাবে মনুষ্যত্বের জয় হয় তা আমরা প্রমাণ করে দেখাতে চাই।

[৪] তবে পরের বছর অলিম্পিক আয়োজিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট থেকে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। - জাপান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়