শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে যত্রতত্র এলপিজি গ্যাস সিলিন্ডার ও পেট্রোলের দোকান, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি!

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুরে বিস্ফোরণ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে উঠেছে এলপিজি গ্যাস সিলিন্ডার ও পেট্রোলের দোকান। কোনো ধরনের নীতিমালা না মেনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

[৩] সরেজমিনে হোসেনপুর বাজারসহ গ্রাম অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে ছোট বড় রাস্তার পাশে, মুদির দোকান,পানের দোকানে, কসমেটিকসের দোকানে ,হার্ডওয়ার ফার্নিচার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ও বিপদজনক পেট্রোল । এইসব গ্যাস সিলিন্ডার গুলো বেশির ভাগ মেয়াদ উত্তীর্ণ, পুরাতন মরীচিকা যুক্ত।

[৪] সূত্রমতে, বিস্ফোরক আইন ১৮৮৪ এর দায় এলপি গ্যাস রুলস ২০০৪ এর ৬৯ ধারায় ২ বিধিতে লাইসেন্স ব্যতীত কোন ক্ষেত্রে এলপিজি মজুত রাখা যাবে না বলা হয়েছে। বিধি অনুযায়ী আটটি গ্যাস পূর্ণ সিলিন্ডার এর ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে। একই বিধির ৭১ নং ধারায় বলা আছে আগুন নেভানোর জন্য স্থাপনার বহু দূরে যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি এবং সরঞ্জাম মজুদ রাখতে হবে। এই আইন অমান্য করলে যে কোন ব্যবসায় নূন্যতম দুই বছর ও অনাধিক তিন বছর জেলসহ অনধিক ৫০ হাজার টাকা দণ্ডিত হবেন এবং থাকলে অতিরিক্ত আরো ছয় মাস পর্যন্ত কারাগারের বিধান রয়েছে ।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক হোসেনপুর বাজারের মুদি ব্যবসায়ী বলেন ,এলপিজি সিলিন্ডার গ্যাসের বোতল বিক্রি করতে যে বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স এর প্রয়োজন হয় এবং জেল-জরিমানা রয়েছে এ বিষয়ে তার জানা ছিল না ।

[৬] স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের ভাষ্যমতে, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ধার্য পদার্থ বিক্রির ক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি থাকা দরকার। নজরদারি না থাকার কারণে যত্রতত্র ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে এলপিজি গ্যাসের দোকান। পেট্রোল অবাধে বিক্রি করায় দুষ্কৃতিকারীদের হাতে চলে যাবে বলে জানান অনেকেই। ফলে সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

[৭] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান জানান,বিভিন্ন দোকানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার লাইসেন্স বিহীন বিক্রি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং ওইসব দোকানে দ্রুত লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্পদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়