শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শাবান মাহমুদের বইয়ের মোড়ক উন্মোচন

তাপসী রাবেয়া: [২] রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিক শাবান মাহমুদের বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

[৩] তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শাবান মাহমুদ কে ধন্যবাদ। নেত্রীর জন্মদিনে এই বই প্রকাশ তাৎপর্যপূর্ণ, এই বই তথ্য সমৃদ্ধ ও সহজপাঠ্য। প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন তুলে এনেছে এই বই। শেখ হাসিনার জীবন দুঃখময় জীবন। এমনকি বিয়ের সময়ও বাবা ছিল না। এখনও ব্যক্তিগত জীবন বাদ দিয়ে জাতিকে নিয়ে ভাবেন, কাজ করেন।

[৪] শাবান মাহমুদ বলেন, ১৮ কোটি মানুষের আস্থা শেখ হাসিনা। স্কুল জীবন থেকেই শেখ হাসিনার স্নেহ পেয়েছি। এই বইতে রাজনৈতিক জীবন ঐতিহাসিক সত্যের সাক্ষী হবে। পাঠকরা শেখ হাসিনার লড়াই সংগ্রাম জানতে পারবে।

[৫] নঈম নিজাম বলেন, শাবান মাহমুদের বইটি শেখ হাসিনার মানুষের জন্য কাজ করার যে আন্তরিকতার প্রকাশ।
বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, বইটি পড়ে যেটি মনে হয়েছে এটি বাংলাদেশের রাজনীতির বিভিন্ন তথ্য উপাত্ত সমৃদ্ধ। শেখ হাসিনার উপর লেখা কিন্তু সহজ না। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের গণতন্ত্র থাকতো না। এই বই ইতিহাসের দলিল হয়ে থাকবে ভবিষ্যতের জন্য।

[৬] ইকবাল সোবহান চৌধুরী বলেন,  আজকের এবং ভবিষ্যতের রূপকার শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে রেকর্ড সংখ্যক বক্তব্য দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। তিনি বিশ্ব নেতার কাতারে পৌঁছে গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়